র্যাব থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগনেতা পুলিশের হাতে গ্রেপ্তার
র্যাব থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগনেতা আওলাদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা সদরের ভাতশালার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আওলাদ চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এর আগে আজ দুপুরে র্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পনি ১-এর একটি দল গাজীরখামার ইউনিয়ন পরিষদের আওলাদ হোসেনকে গ্রেপ্তার করতে যায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করে। বাকবিতণ্ডার একপর্যায়ে নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দেয়াল টপকে আওলাদ হোসেন নিয়ে পালিয়ে যায়।
এরপর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাতশালা ইউনিয়নের এক আওয়ামী লীগ কর্মীর বাসা থেকে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থী হত্যা মামলার আসামি গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে যাচ্ছে—এমন খবর পয়ে সদর থানার একটি দল তাঁকে ভাতশালা থেকে গ্রেপ্তার করে। শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।