ডিএমপির পাঁচ থানায় নতুন ওসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আজ বুধবার ডিএমপির জনসংযোগ শাখা জানানো হয়েছে, ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়ারীর শ্যামপুর থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইন নিরস্ত্র ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরে বাংলানগর থানার ওসি, ডিএমপি সদর দপ্তরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সদর দপ্তর ও প্রশাসন বিভাগ) মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমানকে মিরপুরের কাফরুল থানার ওসি এবং ডিবি তেজগাঁওয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডেমরা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরে বাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার ওসি মো. মহিউল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে, কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।