কোটা আন্দোলনের বিরোধিতা করিনি, শিক্ষার্থীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ করেছি
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে যাওয়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক ছিল। আমি কখনও এ আন্দোলনের বিরোধিতা করিনি। এ ছাড়া আন্দোলনের বিপক্ষে কোনো বক্তব্য দেইনি, বরং আমার টেলিভিশনের মাধ্যমে আন্দোলনের পক্ষে কথা বলেছি। যখনই আমি শিক্ষার্থীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ করেছি সেদিন থেকে আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি।
আজ সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে কারাগারে যাওয়ার সময় আইনজীবীকে কামাল আহমেদ মজুমদার একথা বলেন। এর আগে ট্রাইব্যুনালে মামলা চলাকালে তিনি একাধিকবার দাঁড়িয়ে কথা বলার জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু তিনি নিচুস্বরে কথা বলায় তার আর্জি বিচারকদের দৃষ্টিতে আসেনি। ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার মধ্যে তিনি আবার দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করলে তখন কাঠগড়ায় থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালত আদেশ দিচ্ছে। আদেশের পর কথা বলবেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে বসিয়ে দেন।
এর আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।