তারেক রহমান খালাস পাওয়ায় দেশজুড়ে আনন্দ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়।
কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ কয়েকশত নেতাকর্মী।
এদিকে সারা দেশেই দলটির নেতাকর্মীরা এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বলে জানিয়েছেন এনটিভির প্রতিনিধিরা :
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : আজ বিকেলে খুলনায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের নেতৃত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি।
আইয়ুব আলী, ময়মনসিংহ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।
ভজন দাস, নেত্রকোনা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রবিউল ইসলাম বাগেরহাট : যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে হাইকোর্ট খালাস দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। আজ সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর যুবদলনেতা সুজন মোল্লার নেতৃত্বে নূর মসজিদের মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নূর মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
মহব্বত হোসেন, টাঙ্গাইল : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রসুখ।