বিপন্ন মানুষের সহায়ক শক্তির আধার ‘আমরা বিএনপি পরিবার’ : তারেক রহমান
‘আমরা বিএনপি পরিবার’ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি সেল। বিপন্ন মানুষের সহায়ক শক্তির আধার হিসেবে এই সেলটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান কোন প্রেক্ষাপটে এই সেলটি গঠন করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে গুম, খুনের শিকার এবং ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ ও আহতদের পাশে থাকার প্রত্যয়ে গঠিত হয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
তারেক রহমান বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে ‘আমরা বিএনপি পরিবার’র গঠনের কারণ ব্যাখ্যা করেন।