রাজধানীতে জেডআরএফের বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প
ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ। বস্তি লাগোয়া আনসারক্যাম্প সংলগ্ন বিটিসিএল মাঠে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। কড়াইল বস্তি ও আশপাশের এলাকা থেকে শতশত রোগী ওই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে। বিকেল চারটা পর্যন্ত চলে মেডিক্যাল ক্যাম্প।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। বিএনপি তার জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের মাধ্যমে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।