হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই তার মৃত্যুর খবর জানতে পারেন ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকেই ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। সেখানে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন অ্যাডভোকেট হাসান আরিফ। একই দিনে ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।
আজ হাসান আরিফের সহকারী একান্ত সচিব (এপিএস) আবেদ চৌধুরী জানান, বাসা থেকে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তবে, সেখানে তার হৃদস্পন্দন পাননি চিকিৎসকরা। পরে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানাতে গিয়ে বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন যে একটা ট্রানজিট সময় চলছে, গণতন্ত্রের উত্তরণের সে পথে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুরিদকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিককে।