নাটোরে ৯ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কৃষি জমিতে ইটভাটা নির্মাণের দায়ে নাটোরের গুরুদাসপুরে নয়টি ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইট ভাটায় এ অভিযান চালান। এ সময় পৌর এলাকার পাঁচটি ইটভাটাকে ১৬ লাখ টাকা ও পৌরসভার বাইরের চারটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবিলম্বে কৃষি জমি থেকে ইটভাটা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন ইউএনও। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।