ভালুকায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর পক্ষ থেকে কম্বল বিতরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/10/bhaluka-combul.jpg)
ভালুকায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ। ছবি : এনটিভি
ভালুকায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এই কম্বল বিতরণ করা হয়।
উপজেলার টুংরাপাড়ায় মোসাদ্দেক আলীর দেওয়া কম্বল বিতরণ করেন ময়মনসিংহ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
বাক প্রতিবন্ধী ও হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষ কম্বল পেয়ে আনন্দিত ও খুশি হন।
এর আগে উপজেলার পৌর সদরে ছিন্নমূল মানুষের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।