শুক্রবার এনটিভিতে নাটক ‘বংশ প্রদীপ’
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার (১৭ মে) প্রচার হবে রহিম সুমনের পরিচালনায় একক নাটক ‘বংশ প্রদীপ’। অয়ন চৌধুরী রচিত নাটকটি প্রযোজনা করেছেন ওবাইদুল ইসলাম হিমেল। আপেল মাহমুদ এমিলের আবহ সংগীতে নাটকটির সম্পাদনা ও রং বিন্যাস করেছেন জাবেদ পাটওয়ারী।
আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার শুরু হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম কিবরিয়া তানভির, মৌসুমি হামিদ, বাদল শহীদ, অরণ্য (শিশুশিল্পী), নাজমুল হক বাবু প্রমুখ।
নাটকের কাহিনীতে দেখা যাবে, অবসরপ্রাপ্ত হেডমাস্টার রাশেদ মৃধা বাড়িতে একা থাকেন। তাকে দেখাশুনা করার জন্য নুরু মিয়া নিজেকে যেন শপে দিয়েছেন। দীর্ঘদিন পর রাশেদ মৃধার একমাত্র ছেলে শুভ্র তার স্ত্রী রিমা ও ৫-৬ বছরের ছেলে রাতুলকে সাথে নিয়ে কানাডা থেকে বেড়াতে এসেছে। বাড়িতে আনন্দ আমেজে চার পাশ রঙিন। নাতি রাতুলের সাথে রাশেদের দারুণ এক সম্পর্ক তৈরি হয়। রাশেদ মৃধা তার একাকিত্ব ভুলে যায় নিমিষে।
সময়ের পরিক্রমায় শুভ্রদের কানাডা ফিরে যাওয়ার সময় হয়। রাশেদের মধ্যে হাহাকার তৈরি হতে থাকে। বাবা চায় ছেলে তার কাছে থাকুক আর ছেলে চায় তার ভবিষ্যৎ। এ নিয়ে তাদের মধ্যে চলে মনস্তাত্বিক দ্বন্দ্ব। শুভ্ররা যখন ফিরে যাবে তখন রাতুল বাধা হয়ে দাঁড়ায়। সে দাদাকে রেখে কোথাও যাবে না। রাশেদ মৃধা তখন ছলছল কণ্ঠে রাতুলকে বুঝিয়ে বলে- ‘দাদাভাই.. তুমি এখানে থাকলে.. বাবা কাকে নিয়ে থাকবে? বাবার যে খুব কষ্ট হবে।’ শুভ্রর মনে ধাক্কা লাগে। রাশেদ মৃধা শুভ্রদের গাড়িতে তুলে দেয়। গাড়ি চলতে থাকে। রাতুল প্রাইভেটকারের জানালা দিয়ে মুখ বের করে দাদার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তে রাশেদ মৃধার চারপাশ শূন্যতায় ভরে ওঠে। বাবা-ছেলের ভালোবাসা, অভিমান ও বন্ধনের সুতোয় বাঁধা গল্প নিয়ে রচিত নাটক ‘বংশ প্রদীপ’।