ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল রোববার (২ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে সড়কের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা তিন ঘণ্টার অবরোধে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
ওসি সওগাতুল আলম জানান, বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে নেমে এসে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাতে তারা সায় দেননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আশা করি, তারা সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমলে নেবেন এবং মহাসড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করবেন।’