নারী কনস্টেবলকে মারধর, সেই গাড়িচালককে পুলিশে সোপর্দের নির্দেশ বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা। ফাইল ছবি
সাভারে এক নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্ত সোহেল বাবুকে পুলিশের সোপর্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোহেল সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক।
আজ সোমবার (১০ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহম্মদ মুনির হোসেন বলেন, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল বাবু একজন মহিলা পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। তাকে চাকরি থেকে বরখাস্ত করে অতি দ্রুত পুলিশের কাছে সোপর্দ করার জন্য দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়।