সাত ঘণ্টা পর সড়ক ছেড়েছে বিক্ষোভকারীরা, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাত ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর অবশেষে রাস্তা থেকে সরে গেছেন পোশাক শ্রমিকরা। পুলিশের আশ্বাসে আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।
পোশাক শ্রমিকরা রাস্তা থেকে সরে যাওয়ায় ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্র্যাফিক বিভাগ জানায়, সড়ক অবরোধকারী পোশাক কর্মীগণ রাস্তা থেকে সরে গিয়েছেন। এই মুহূর্তে সকল রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।
এর আগে, সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন সুমাইয়া আক্তার নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হন আরেক শ্রমিক। এ ঘটনার প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।