কথা বলার অধিকার কী আমাদের আছে : পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘কথা বলার অধিকার কী আমাদের আছে? এখন পর্যন্ত আমাকে ৭৮ মামলার আসামি করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জুনায়েদ আহমেদ পলক বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে থাকে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপও দেওয়া হয়।
এদিকে পলককে দুপুর ১২টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। ভোরে আদালতে আনার কথা থাকলেও বনানীতে জ্যামের কারণে আদালতে আসতে দেরি হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
নথি থেকে জানা গেছে, গত ১২ ডিসেম্বর জুনাইদ আহমেদ পলক ও তাঁর স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী, জুনাইদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব টাকা লেনদেন হয়েছে।
এ মামলায় পলককে হাজিরা দেওয়ার জন্য আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।