জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুরের নাজিরপুর থানা এলাকা থেকে তাকে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সিফাত মুন্সি দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে ওই কলেজছাত্রী তার বাবার কবর জিয়ারত করে পাশের গ্রামে নানা বাড়িতে ফিরছিলেন। এ সময় আলগী গ্রামের জালিল মুন্সি বাড়ির কাছে পৌঁছলে স্থানীয় সাকিব মুন্সিসহ দুজন ওই ছাত্রীকে সড়কের পাশের নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও মোবাইলফোনে ধারণ করেন। এরপর বিষয়টি কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। পরে ভুক্তভোগী তার এক সহপাঠীর সহায়তায় দুমকি থানায় লিখিত অভিযোগ দেন।
গত ১৯ মার্চ এ মামলার আরেক আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ। তার বাড়িও আলগী গ্রামে।