কুমেকে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর সংগ্রহ করতে গিয়ে মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক।
গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকেরা।
আহতরা হলেন—যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী, ক্যামেরা পারসন সাকিব, চ্যানেল-২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরা পারসন ইরফান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) রোগী পারুল বেগমের মৃত্যু হলে তার স্বজনরা দাবি করেন ‘অবহেলা এবং ভুল চিকিৎসায়’ তাদের রোগীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় রোগীর স্বজনরা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার কর্মরত সাংবাদিকরা। এ সময় উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা চারজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা করে।
এ সময় যমুনা টেলিভিশন ও চ্যানেল-২৪ এর ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। এতে হাসপাতাল ভবনের সাত তলায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে আহত যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চিফ রফিকুল ইসলাম বলেন, তারা রোগীর মৃত্যুর ঘটনা শুনে কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও কলেজের শিক্ষার্থী মিলে তাদের মারধর করে। পরে ক্যামেরা, ট্রাইপড ও মোবাইল ছিনিয়ে নেয়।
এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার না করলে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।