‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি বিটু, সম্পাদক বিপু

‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি মো. খান বিটু ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষে ‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’ গঠন করা হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল-এর জেলা প্রতিনিধি নিয়াজ মো. খান বিটুকে সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ‘সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’ গঠন করা হয়েছে।
কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা রয়েছেন।