জামালপুরে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

জামালপুরের মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের ৫৮টি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তিনটি মোবাইল ফোন ও টিকিট বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।
গতকাল রোববার (২০ এপ্রিল) সকালে মেলান্দহ বাজার স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের বাসিন্দা মো. বিপ্লব (৪৫) ও একই এলাকার বাসিন্দা মো. তোতা মিয়া (৬০)।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামালপুর জেলার মেলান্দহ বাজার, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, নরুন্দি, পিয়ারপুর, নান্দিনা ও তারাকান্দি রেলওয়ে স্টেশনে একটি সংঘবদ্ধ চক্র আন্তঃনগর ট্রেনের টিকেট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিল।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, রেলওয়ে স্টেশন এলাকাকে নিরাপদ রাখতে আমরা দিনরাত পরিশ্রম করছি। কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী কিংবা মলম পার্টি— কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে চিহ্নিত কয়েকজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। ফলে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে।