ঝোপঝাড়ে মিলল ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল

ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় পরিত্যক্ত ঝোপঝাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি মো. রবিউল হক বলেন, উদ্ধারকৃত পিস্তলটি ইন্ডিয়ার তৈরি, যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।