পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল জামায়াতনেতার

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মোহাম্মাদ নাসির উদ্দিন হাওলাদার (৫২) নামে এক জামায়াতে ইসলামির নেতা মারা গেছেন। গতকাল রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাসির উদ্দিন উপজেলার কালিশুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। তিনি রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. ইসহাক মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইসহাক মিয়া জানান, উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে জামায়াতনেতা নাসির উদ্দিন পেট্রোলের ব্যবসা করতেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে মোম জ্বালিয়ে পেট্রোলের ড্রামের কাছে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ওই রাতেই তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহত জামায়াতনেতার বড় ভাই মো. মোসারেফ হোসেন বলেন, ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। তাই দোকানে মোম জ্বালিয়ে ছিলেন তিনি। অসাবধানতাবশত জ্বলন্ত মোমবাতি নিয়ে পেট্রোল ভর্তি ড্রামের কাছে গেলে আগুন লাগে। এতে তার শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসকরা সব ধরনের চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।