আদানির সঙ্গে চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি, অনুসন্ধানে দুদক

আদানি হাউজ। ছবি: এএফপি।
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব আহমেদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। এই বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমনে কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানী সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই বিষয়টি জানান।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আদিনি গ্রুপের কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা আছে—সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এই সময় আহমেদ কায়কাউস দেশে নাকি দেশের বাইরে সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছে। তার অবস্থান আমরা জানতে পারলেই আপনাদের জানিয়ে দিব।