জাবিতে পোষ্য কোটা বাতিল, প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি

অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এর প্রতিবাদে আজ বুধবার থেকে পোষ্য কোটা বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অপরদিকে কোটা বহাল রাখার দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিকেল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে প্রশাসন।
উদ্ভূত পরিস্থিতিতে রাতে জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাত সোয়া ১২টায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আমরা জরুরি আলোচনায় বসি। সব অংশীজন পোষ্য কোটার বিষয়টি বিবেচনার দায়িত্ব কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ওপর দেয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটা বাতিল করা হয়েছে।’