অনুদানের সিনেমায় দীঘি, শিডিউল না মেলায় হননি বনির নায়িকা
২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি, যেটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।
আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে নির্মাতা আবদুস সামাদ খোকন বলেন, ‘১৪ অক্টোবর থেকে সিনেমাটির শুট শুরু করতে যাচ্ছি। পুরো শুট ঢাকায় হবে। এরই মধ্যে দীঘি চূড়ান্ত হয়েছে নায়িকা হিসেবে। তবে তার নায়ক কে হচ্ছে, তা এখনও চূড়ান্ত নয়; আমরা কয়েক জনের সঙ্গে কথা বলছি। সিনেমায় দীঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়াসহ আরও অনেকেই থাকছেন।’
সিনেমাটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে দীঘি জানিয়েছেন, ‘অনুদানের এই সিনেমায় কাজের ব্যাপারটি আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি; সে জন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।’
সম্প্রতি কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্তের নায়িকা হওয়ার কথা ছিল আপনার, সেটা কি সম্ভব হলো না এই সিনেমার কারণে? এমন প্রশ্নে দীঘির উত্তর, ‘অনুদানের সিনেমা হওয়ার কারণে আগে থেকেই আমার নাম দেওয়া ছিল। বেশ আগে শিডিউলও চূড়ান্ত হয়। সেই কারণে ওই (মানব দানব) সিনেমার শিডিউল মেলাতে পারলাম না। সেলিম আঙ্কেলের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
শাপলা মিডিয়ার প্রযোজনায় জেলেপাড়ার গল্প নিয়ে ‘মানব দানব’ শিরোনামের সিনেমার নায়ক হচ্ছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। যেখানে তাঁর বিপরীতে এখন চূড়ান্ত হয়েছেন নবাগত রাশিদা জাহান শালুক।