ঘিবলি স্টাইলে ছবি দিয়ে আলোচনায় দিঘী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবাই নিজের ছবি দিয়ে অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করে সামাজিক পাতায় পোস্ট করছেন নিজের ছবি। এর বাইরে নয় বাংলাদেশের তারকারাও। এবার এই ঘিবলি স্টাইলের একটি ছবি সামাজিক পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
প্রার্থনা ফারদিন দীঘি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, যিনি শৈশব থেকেই চলচ্চিত্রে কাজ করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং তার ফটোশুট ও লাইফস্টাইল নিয়ে প্রায়ই আলোচনা হয়।
এদিকে, এবার ‘ঘিবলি’ স্টাইলে ছবি দিয়ে নতুনভাবে আলোচনায় এই অভিনেত্রী। এবার পবিত্র ঈদুল ফিতরে দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমায় দীঘির নায়ক সিয়াম।
জংলি সিনেমার বিষয়ে দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশিমতো হাতে মেহেদির আলপনা আঁকি। এবার আঁকলাম প্রিয় সিনেমা জংলির নাম। আমার বিশ্বাস, জংলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।
প্রসঙ্গত, দীঘি ছোটবেলায় চাচ্চু, দাদী মা ও এক টাকার বউসহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।