অরুণিতার হারে ভক্তদের ক্ষোভ
পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলালসহ ছয় প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে হটিয়ে ভারতের জনপ্রিয় গানভিত্তিক টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১২তম মৌসুমের ট্রফি উঠেছে পবনদীপ রাজনের হাতে। অনেকে ভেবেছিলেন, এবার ট্রফি উঠবে অরুণিতার হাতে। তাঁর কণ্ঠে মুগ্ধ ছিলেন লাখো দর্শক। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের খবর, মঞ্চে অরুণিতা যতই হাসিমুখে ছবির জন্য পোজ দিন, ঘরের মেয়ের জন্য মন কেমন করছে পশ্চিমবাংলার মানুষের। তাই তো ক্ষোভ উগড়ে দিচ্ছেন সামাজিক পাতায়। পবনদীপ রাজনের চেয়ে অনেক ভালো গান করেন অরুণিতা, এমন দাবি নেটিজেনদের একাংশের।
তবে চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে অরুণিতা বলেছিলেন, ‘আমার মতে যাঁরা ফাইনালে উঠেছি, সবাই বিজেতা। আমরা যেভাবে দর্শক থেকে শুরু করে বিচারকদের মন জয় করে নিয়েছে, সেটার কোনও তুলনাই হয় না। সবচেয়ে বড় কথা, আমরা অনেক কিছু শিখেছি। আমাকে অনেকেই গান শুনে বলেছেন, আমার কণ্ঠ প্লেব্যাকের জন্য তৈরি। এর চেয়ে ভালো পুরস্কার আর কী হতে পারে! আমার তাই মনে হয়, কারও হাতে ট্রফি তুলে দেওয়াটা এখন শুধুই একটা ফরমালিটি।’
চূড়ান্ত পর্বে ছিলেন ছয় প্রতিযোগী—পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, নিহাল তৌরো, সায়লি কাম্বলে, মোহাম্মদ দানিশ ও সন্মুখাপ্রিয়া। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।
গতকাল ভারতের স্বাধীনতা দিবসের দিন ১২ ঘণ্টা ধরে চলে গ্র্যান্ড ফিনালে। দুপুর ১২টা থেকে রাত ১২টা। তালে, সুরে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ।
মঞ্চে উপস্থিত ছিলেন সংগীত তারকা জাভেদ আলি, উদিত নারায়ণ, অমিত মিশ্র, রাঘব সচার, অলকা ইয়াগনিক ও সুখবিন্দর সিং।
সব লড়াই শেষে ট্রফি ওঠে উত্তরাখণ্ডের পবনদীপের হাতে। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লাখ রুপির পুরস্কারমূল্য জিতে নেন সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।