ইন্ডিয়ান আইডলের ট্রফি পবনদীপের হাতে
ভারতের জনপ্রিয় গানভিত্তিক টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১২তম মৌসুমের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে।
চূড়ান্ত পর্বে ছিলেন ছয় প্রতিযোগী—পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, নিহাল তৌরো, সায়লি কাম্বলে, মোহাম্মদ দানিশ ও সন্মুখাপ্রিয়া। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।
হিন্দুস্তান টাইমস ও বলিউড বাবলের খবর, গতকাল ভারতের স্বাধীনতা দিবসের দিন ১২ ঘণ্টা ধরে চলে গ্র্যান্ড ফিনালে। দুপুর ১২টা থেকে রাত ১২টা। তালে, সুরে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ।
মঞ্চে উপস্থিত ছিলেন সংগীত তারকা জাভেদ আলি, উদিত নারায়ণ, অমিত মিশ্র, রাঘব সচার, অলকা ইয়াগনিক ও সুখবিন্দর সিং।
সব লড়াই শেষে ট্রফি ওঠে উত্তরাখণ্ডের পবনদীপের হাতে। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লাখ রুপির পুরস্কারমূল্য জিতে নেন সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।