অস্কার ২০২২ : মনোনয়ন পেলেন যাঁরা
ঘোষণা করা হলো ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা। আজ বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ মনোনয়ন ঘোষণা করা হয়। ঘোষণা করেন অভিনেতা লেসলি জর্ডান ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী-প্রযোজক ট্রেসি এলিস রস। এবারের অস্কার পুরস্কারের জন্য মনোনীত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখাচ্ছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত দ্য পাওয়ার অফ দ্য ডগ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। খবর দ্য হলিউড রিপোর্টারের।
অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা—
সেরা সিনেমা
বেলফাস্ট
কোডা
ডোন্ট লুক আপ
ড্রাইভ মাই কার
ডুন
কিং রিচার্ড
লিকোরিজ পিজ্জা
নাইটমেয়ার অ্যালি
দ্য পাওয়ার অব দ্যা ডগ
ওয়েস্ট সাইড স্টোরি
পরিচালক
কেনিথ ব্র্যানা (বেলফাস্ট)
পল থমাস অ্যান্ডারসন (লিকোরিজ পিজ্জা)
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
রিওসুকি হামাগুচি (ড্রাইভ মাই কার)
স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)
অভিনেত্রী
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব টেমি ফায়ে)
অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)
পেনেলপি ক্রুজ (প্যারালাল মাদারস)
নিকোল কোডম্যান (বিইং দ্য রিকার্ডোস)
ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)
অভিনেতা
জেভিয়ার বারডেম (বিইং দ্য রিকার্ডোস)
বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ)
অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক... বুম!)
উইল স্মিথ (কিং রিচার্ড)
ড্যানজেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ)
আন্তর্জাতিক ফিচার ফিল্ম
ড্রাইভ মাই কার (জাপান)
ফ্লি (ডেনমার্ক)
দ্য হ্যান্ড অব গড (ইতালি)
লুনানা : আ ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান)
দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
অ্যানিমেটেড সিনেমা
এনকানটো
ফ্লি
লুকা
দ্য মিশেলস ভার্সেস দ্য মেশিনস
রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন
এ ছাড়াও পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মৌলিক আবহসংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্প নির্দেশনা এবং ভিজ্যুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।