আসছে ‘দৃশ্যম থ্রি’
জিতু জোসেফ পরিচালিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘দৃশ্যম টু’ সিনেপ্রেমীদের মন জয় করেছে। ওটিটি প্ল্যাটফর্মে ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। দর্শক ও সমালোচকের প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটি। সুলিখিত চিত্রনাট্য আর মেগাস্টার মোহনলালের অভিনয়, দুই-ই নজর কেড়েছে দর্শকের।
এরই মধ্যে আলোচনায়, ‘দৃশ্যম টু’ সিনেমার ব্যাপক সাফল্যের পর কি নির্মাতা তৃতীয় কিস্তি তৈরি করবেন? এমন আলোচিত প্রশ্ন আর ভক্তদের অধীর আগ্রহের অবসান করলেন পরিচালক জিতু জোসেফ। জানালেন সুখবর। জিতু নিশ্চিত করেছেন, ‘দৃশ্যম থ্রি’ আসছে। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এ খবর জানিয়েছে।
জিতু জোসেফ বলেন, “মোহনলাল ও প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর সঙ্গে আমি ‘দৃশ্যম থ্রি’র ক্লাইমেক্স নিয়ে আলোচনা করেছি এবং তাঁরা এটি পছন্দ করেছেন।” অর্থাৎ ‘দৃশ্যম থ্রি’ সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হয়েছে।
তবে জিতু জোসেফ বলেছেন, খুব শিগগিরই ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসছে না। তাঁর ভাষ্যে, “কিন্তু, ‘দৃশ্যম থ্রি’র শুটিং শিগগিরই শুরু হচ্ছে না। এর জন্য অন্তত তিন বছর লাগবে। চিত্রনাট্যে কিছু বিষয়ে স্পষ্টতা আনতে হবে। আমি নতুন কিছু যুক্ত করব।”
গত ১৯ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘দৃশ্যম টু’। এর পরেই প্রথম কিস্তির সঙ্গে এ সিনেমার আলোচনা চলতে থাকে। যদিও সুপারস্টার মোহনলাল ভক্তদের অনুরোধ করেন, সাত বছর আগে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তির সঙ্গে যেন দ্বিতীয় কিস্তির তুলনা কেউ না করে। সে যা-ই হোক, ‘দৃশ্যম থ্রি’ নির্মাণ হবে, এ ঘোষণায় স্বস্তি ফিরেছে মোহনের অনুরাগীকুলে।