এবার ওজন কমিয়ে বক্সারের ভূমিকায় মোহনলাল
ভারতের মালয়ালাম ভাষার সিনেমার মেগাস্টার মোহনলাল নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফের জুটি বাঁধছেন স্বনামধন্য পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে। মোহনলাল-প্রিয়দর্শন একসঙ্গে ২৯ সিনেমায় কাজ করেছেন।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, এ অভিনেতা-পরিচালক জুটির ‘মরক্কর : অরবিকাদালিন্তে সিংহম’ সিনেমা এখনও মুক্তি পায়নি। এরই মধ্যে পরবর্তী সিনেমার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা।
নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন, একজন বক্সারের জীবনী নিয়ে নির্মাণ হবে সিনেমাটি। খ্যাতির চূড়ায় ওঠার পর কীভাবে ওই বক্সারের পতন হলো, সেই গল্পই বিধৃত হবে সিনেমায়।
প্রিয়দর্শন জানান, প্রায় সব ধরনের সিনেমাই মোহনলালের সঙ্গে করেছেন। কিন্তু কখনওই তাঁরা স্পোর্টস ড্রামা করেননি। আর নতুন সিনেমাটি হতে যাচ্ছে স্পোর্টস ড্রামা।
নির্মাতা প্রিয়দর্শন আরও জানান, বক্সারের ভূমিকায় অভিনয়ের জন্য মোহনলালকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে হবে। তা অবশ্যই পারবেন বলে দৃঢ় বিশ্বাস পরিচালকের।
আর কবে মুক্তি পাচ্ছে ‘মরক্কর : অরবিকাদালিন্তে সিংহম’? প্রিয়দর্শন বলেন, সিনেমাটি এ বছরের ১২ আগস্ট মুক্তি দেওয়ার কথা রয়েছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে কী হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। তবে যখনই মুক্তি পাক, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রিয়দর্শন।