ইউনিসেফের পর আরো দুই তহবিলে অর্থ দিচ্ছেন কারিনা
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সাধারণ জনগণের সঙ্গে শামিল হয়েছেন তারকারাও। সবাইকে সচেতন করে তোলার পাশাপাশি নানা অঙ্কের অর্থও অনুদান দিচ্ছেন অনেকেই। ইউনিসেফকে অনুদান দেওয়ার পরে এবার বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেয়ার তহবিলে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন স্বামী বলিউড সুপারস্টার সাইফ আলি খান ও সন্তান তৈমুর আলি খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কারিনা। সেখানে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কেয়ার তহবিল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা করছি। এ রকম সময়ে, সহযোগিতার প্রতিটি হাত ও প্রতিটি রুপি গুরুত্বপূর্ণ। যেখানে সম্ভব, সাহায্য করুন।’
এর আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কুশলসহ বেশ কয়েকজন তারকা করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর কেয়ার তহবিলে অনুদান দিয়েছেন।