ইমন ও মমর ‘আগামীকাল’

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক অঞ্জন আইচ। ‘আগামীকাল’ শিরোনামের এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল অভিনেতা ইমন ও জাকিয়া বারি মম।
ইমন ও জাকিয়া বারী মম ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। যদিও এই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না তারা। নাটকে এর আগে সফলতার সঙ্গে কাজ করলেও চলচ্চিত্রে তাঁরা এই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ছবির গল্প সম্পর্কে অঞ্জন আইচ বলেন, ‘ঘটনাক্রমে ইমনের সঙ্গে দেখা হয় মমর। পরিচয় থেকে তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেখান থেকে প্রেম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ান মমর আশ্রয়দানকারী মা। কারণ তিনি নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এমন নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যায়।
ছবিতে নিজের চরিত্রের ব্যাপারে নায়ক ইমন বলেন, ‘ছবির গল্পে আমি একজন ডাক্তার। মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছি কিছুদিন আগেই। গল্পনির্ভর চলচ্চিত্র এটি। আমার বিপরীতে মম অভিনয় করেছেন। কাজটি নিয়ে আমি আশাবাদী।’
মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে প্রেমের বিষয় রয়েছে কাহিনীতে। এই ছবিতে কাজ করে ভালো লেগেছে। আশা করছি, এটি সবার ভালো লাগবে।’
ছবিতে ইমন, মম ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি আগামী মার্চ মাসে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।