একদিনে আয় তিন কোটি!

ভারতের মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার মামুটি অভিনীত হরর-থ্রিলার ‘দ্য প্রিস্ট’ মুক্তি পেয়েছে গতকাল। করোনাভাইরাস মহামারির পর বহুল প্রতীক্ষিত জোফিন টি চাকো পরিচালিত এ সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহের কমতি নেই। বাণিজ্য বিশ্লেষকদের বরাতে সবশেষ খবর, মুক্তির দিন সিনেমাটি বক্স অফিসে দারুণ শুরু করেছে।
যদি এ খবর বিশ্বাসযোগ্য হয়, তবে মামুটি অভিনীত সিনেমাটি মুক্তির দিন বক্স অফিসে সংগ্রহ করেছে তিন কোটি রুপি। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেই হিসাবে এ মেগাস্টারের ক্যারিয়ারে কোনো সিনেমা মুক্তির দিনে এত অর্থ সংগ্রহ করল। মজার ব্যাপার হলো, এই হরর-থ্রিলার শুধু ত্রিভেন্দ্রম এরিস প্ল্যাক্স থিয়েটারে ৪.৫৪ লাখ রুপি সংগ্রহ করেছে।
আশা করা হচ্ছিল, ‘দ্য প্রিস্ট’ সিনেমার মাধ্যমে মালয়ালাম অঙ্গনে দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে দর্শক ফিরবে। যদিও প্রেক্ষাগৃহগুলো ৫০ শতাংশ আসনের বিধি কঠোরভাবে পালন করছে, তবে কেরালার প্রায় প্রত্যেক হলে বিপুল দর্শক ছিল।
সিনেমাটিতে আমিনার চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় শিশুশিল্পী বেবি মনিকা। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মঞ্জু ওয়ারিয়র, নিখিলা বিমল, সানিয়া ইয়াপ্পন, রমেশ পিশরডি প্রমুখ।