চার দিনে আয় ১০ কোটি!

ভারতের মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার মামুটি অভিনীত হরর-থ্রিলার ‘দ্য প্রিস্ট’ মুক্তি পেয়েছে গত ১১ মার্চ। করোনাভাইরাস মহামারির পর বহুল প্রতীক্ষিত জোফিন টি চাকো পরিচালিত এ সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহের কমতি নেই। বাণিজ্য বিশ্লেষকদের বরাতে সবশেষ খবর, সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মামুটির এই হরর-থ্রিলার বক্স অফিসে সম্মানজনক সংগ্রহ করেছে এবং এরই মধ্যে ব্লকবাস্টার স্ট্যাটাসে পৌঁছেছে। প্রথম সপ্তাহান্তে (চার দিন) বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। যদিও কেরালার প্রেক্ষাগৃহগুলোতে ৫০ শতাংশ আসন ব্যবহারের বিধি রয়েছে, তবু সিনেমাটি প্রত্যাশা পূরণ করেছে।
বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, প্রথম সপ্তাহান্তে শুধু ত্রিভেন্দ্রমের এরিস প্লেক্স থিয়েটারে সিনেমাটি ১৫ লাখ রুপি সংগ্রহ করেছে। একটি থিয়েটার কমপ্লেক্স থেকে এ সংগ্রহ মালয়ালাম সিনেমার ক্ষেত্রে অন্যতম বড় অঙ্ক। বক্স অফিস কালেকশনের পুরোটা খুব শিগগিরই প্রকাশ পাবে। মুক্তির দিন সিনেমাটি মোট সংগ্রহ করে ২.২ কোটি রুপি।
সিনেমাটিতে আমিনার চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় শিশুশিল্পী বেবি মনিকা। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মঞ্জু ওয়ারিয়র, নিখিলা বিমল, সানিয়া ইয়াপ্পন, রমেশ পিশরডি প্রমুখ।