এনটিভিতে ‘মেডেল’ নিয়ে আসছেন মোশাররফ করিম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২০টির অধিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছে, যেসব নাটকে দেখা মিলবে দেশের একঝাঁক খ্যাতিমান অভিনেতাকে।
সেই ধারাবাহিকতায় রাজধানীর পুবাইলে চলছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মেডেল’-এর শুটিং। রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাৎ হোসেন, জুঁই করিম, কচি খন্দকার, মোশাররফ হোসেন, শেলী আহসান, লিজা খানম, মুকুল সিরাজসহ অনেকেই।
ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পরিচালক রায়হান খানের ভাষ্য, ‘ধারাবাহিকটির গল্প বেশ মজার। সেই সঙ্গে শক্ত একটা সামাজিক বার্তা আছে; যেটা শেষ দিকে আসবে। অনেক দিন পর এমন একটি নাটক নির্মাণ করতে পেরে আনন্দ লাগছে; বিশেষ করে আমার অনেক পুরোনো সহকর্মীকে নিয়ে কাজ করছি। নাটকটি নিয়ে আমরা আশাবাদী, অনেক যত্ন নিয়ে তৈরি করছি। আর যত্ন নিতেই হবে যেহেতু এনটিভি... আমার ডিরেক্টর-সত্তার জন্ম হয়েছিল এনটিভিতে।’
খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘গল্পটি আসলে ঈর্ষার গল্প, পরশ্রীকাতর দুই বন্ধুর গল্প। এটা ইঁদুরদৌড়ের গল্প; ফার্স্ট-সেকেন্ড হওয়ার গল্প এবং দুই বন্ধুর মধ্যে টম ও জেরির গল্প। আমরা শুটিং করতে মজা পাচ্ছি, আশা করছি, দর্শকও মজা পাবেন। আমি নাটকটি নিয়ে আশাবাদী এবং আমি আশা করছি, নাটকটা আপনারা দেখবেন।’
নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ করিম ও শাহাদাৎ হোসেন দুই বন্ধু। যেখানে শাহাদাৎ হোসেন গরিব আর মোশাররফ করিম ধনী। তাঁদের মধ্যে সব বিষয়ে প্রতিযোগিতা চলে। স্কুলের পরীক্ষা থেকে বিয়ে পর্যন্ত সেই প্রতিযোগিতা। এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটি।
ধারাবাহিকটি প্রসঙ্গে এনটিভির অনুষ্ঠান মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘ধারাবাহিকটির শুটিং চলছে। গতকাল আমরা টিম নিয়ে সেটে গিয়েছিলাম, সঙ্গে ছিলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাহাঙ্গীর চৌধুরী। অন্যরকম গল্পের একটি ধারাবাহিক আর সেখানে মোশাররফ করিমের মতো অভিনেতা আছেন। আশা করছি, এবারের ঈদের নাটক প্রতিবারের মতো দর্শকের চাহিদা পূরণ করবে।’