এপ্রিলেই মুক্তি পাবে মোশাররফের আরেক সিনেমা, শেষ করেছেন আরও এক সিনেমার শুটিং

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে।
এরই মাঝে খবর বৈশাখে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত আরেক সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’। সিনেমাটির পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। মোশাররফ করিমকে দেখা যাবে মানিক মাঝি চরিত্রে—একজন বাউলের সন্তান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পার্নো মিত্র, যিনি সিনেমায় হনুফা নামের এক গ্রামীণ নারীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি মূলত এই হনুফাকে কেন্দ্র করেই আবর্তিত।
এখানেই শেষ নয়, মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু। নির্মাতা জানিয়েছেন, মোশাররফ করিম আরও একটি সিনেমায় অভিনয় করছেন। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘কুরকাব’। সিনেমাটি তৈরি হচ্ছে শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। এতে মোশাররফ অভিনয় করছেন ইব্রাহিম বক্স চরিত্রে।
পরিচালক নূর ইমরান মিঠু জানিয়েছেন, আর অল্প কিছু অংশের শুটিং বাকি আছে সিনেমাটির। শুটিং শুরু হয়েছিল গত বছর। নূর ইমরান বলেন, ‘আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি। এখন সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। কিছুদিন পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে কুরকাব সিনেমার। ইচ্ছা আছে এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’
এর আগে নূর ইমরান মিঠু বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’ নামের দুটি সিনেমা। কুরকাব তাঁর তৃতীয় সিনেমা। কমলা রকেটেও অভিনয় করেছিলেন মোশাররফ করিম। তৈরি হয়েছিল শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প অবলম্বনে।
কুরকাব সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া অন্য চরিত্রগুলোতে থাকছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী।