এনটিভিতে রেদওয়ান রনির ‘দুষ্টু ছেলের দল’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা। আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’।
আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
নাটকের গল্প নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা পরিকল্পনা করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভূত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।’
রনি আরো বলেন, ‘ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে এই নাটক। আনন্দের পাশাপাশি দর্শক রোমাঞ্চের স্বাদ পাবে। আশা করি, সবাই আনন্দের সঙ্গে সপরিবারে নাটকটি উপভোগ করবেন।’
মোশাররফ করিম বলেন, ‘এখন করোনার সময়, নিজে বাঁচতে চাইলে এবং নিজের পরিবারকে বাঁচাতে চাইলে আপনাকে ঘরে থাকতে হবে। এই নাটক দেখতে বসলে আপনি অনেকটা সময় ঘরে বসে আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। ঘরে থাকুন, নিজে ও পরিবারকে সুস্থ রাখুন।’
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।