এনটিভিতে শামীম-তানিয়ার ‘পলাতক প্রেম’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/31/polatok_prem.jpg)
নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘পলাতক প্রেম’।
সাইফুল রহমান কাজলের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।
নাটকের গল্প এমন—গল্পের নায়ক তানভীর। সে দুই বন্ধু মিলন ও নাহিদকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রাইভেট কার ও মোটরবাইক চুরি করে। পরে সেগুলো বিক্রি করে উদযাপন করে। কিন্তু তারা অভিজাত এলাকায় বসবাস করে। ফ্ল্যাটের মালিকও জানে না এ এক সংঘবদ্ধ চক্র।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/31/polatok_pram_inner.jpg)
নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
গল্পের নায়িকা নেহা। সে তার নাম পর্যন্ত বলতে পারে না। তার আচরণ বাচ্চাদের মতো। ঘটনাক্রমে বাড়িওয়ালার কাছে নেহাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেয় তানভীর। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।