এবার ২৫ বছরের ছোট নায়িকার প্রেমে মজেছেন সালমান খান!
সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের পর ফের আরও এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার ভাইজানকে নিয়ে যাকে ঘিরে গুঞ্জন তিনি, ভারতের দক্ষিণের সিনেমায় জনপ্রিয় মুখ পূজা হেজ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি সূত্রের বরাতে এক টুইটার ব্যবহারকারীর টুইটে এই গুঞ্জন ছড়িয়েছে। ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটে গিয়েই নাকি তাঁদের প্রেম। নীররে একসঙ্গে সময়ও কাটাছেন তাঁরা।
গুঞ্জন আরও উসকে দিয়েছে, এই অভিনেত্রীকে নিজের প্রযোজনা সংস্থার সঙ্গে আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন সালমান খান।
পূজা সালমান খানের চেয়ে বয়সে প্রায় ২৫ বছরের ছোট। অনেকেই বলছেন, সিনেমার প্রচারণায় এই প্রেম একই কৌশল হতে পারে।
এখন সময়ই বলে দিবে সত্যিটা কি? আর সত্যি হলে সালমানের এই সম্পর্ক এবার বিয়েতে গড়ায় কিনা সেটাও দেখার বিষয়।