এ আর রহমানের সিনেমা মুক্তি পাবে ১৬ এপ্রিল
অবশেষে মিউজিক্যাল ফিল্ম ‘৯৯ সংস’-এর মুক্তির তারিখ নির্ধারণ হলো। এ আর রহমান প্রযোজিত এ সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৬ এপ্রিল। হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় এ সিনেমা মুক্তি পাবে।
বলিউড হাঙ্গামার খবর, এর মাধ্যমে সংগীতজ্ঞ এ আর রহমান প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন। একইসঙ্গে লেখক হিসেবেও তাঁর অভিষেক হচ্ছে।
টুইটারে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন এ আর রহমান নিজেই। সিনেমাটি পরিচালনা করেছেন বিশ্বেশ কৃষ্ণমূর্তি। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগে তিনি বিজ্ঞাপন নির্মাণ করতেন। বিশ্বেশ একজন সংগীতশিল্পী, মুম্বাইভিত্তিক ব্যান্ড স্ক্রাইবের জন্য পরিচিত তিনি। এ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে এহান ভাট ও এডিলসি ভারগাসের।
২০১৯ সালে এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৪তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।