এ যাবতকালের সবচেয়ে কষ্ট করে শুটিং করেছি : জায়েদ খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/24/zayed_khan_sonar_chor.jpg)
আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। কখনো নদীর পাড়ে মাটি আঁকড়ে পড়ে থাকছেন, কখনো নদীর পাড়ে বসে কাঁদছেন আবার কখনো খেজুরের রস বিক্রি করছেন। এসব স্থিরচিত্র ঘুরছে অন্তর্জাল জুড়ে।
অবশ্য এই স্থিরচিত্রগুলো ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের। নিজের এলাকা পিরোজপুর জেলায় শুট চলছে সিনেমাটির। আজই শেষ হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।
এই সিনেমায় একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এই সিনেমা প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে জায়েদ খান বলছেন, ‘এ যাবতকালের সবচেয়ে কষ্ট করে শুটিং করেছি। আমার হাত-পা কেটেকুটে শেষ। কুমির থাকা নদীতে লাফ দিয়ে পড়ে সাঁতরাতে হচ্ছে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/12/24/whatsapp_image_2022-12-24_at_2.21.26_pm.jpeg 687w)
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।
সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।