করণের জন্মদিনে আড়াই লাখ টাকার জামা পরেছিলেন তামান্না
বলিউডের প্রভাবশালী প্রযোজক-নির্মাতা করণ জোহর। আর তাঁর জন্মদিন বিশেষ হবে না, তা কি হয়? তবে এবারের জন্মদিন ছিল আরও বিশেষ। কারণ, এবার ছিল তাঁর ৫০তম জন্মদিন।
বলিউড হাঙ্গামার খবর, করণের ৫০তম জন্মদিনের পার্টিও ছিল বেশ জাঁকজমক। বলিউডের প্রায় সব তারকা হাজির হয়েছিলেন সেই বিগ ব্যাশে। বলার অপেক্ষা রাখে না, ভারতের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য দিনটি ছিল বিশেষ।
সেই আয়োজনে হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, মনীশ মালহোত্রা, আনুশকা শর্মা, শহিদ কাপুর, রশ্মিকা মন্দানা, মাধুরী দীক্ষিত, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, রিতেশ দেশমুখ, ফারাহ খান, রণবীর সিং, রণবীর কাপুর, নীতু কাপুরসহ অনেকেই।
ওই হাই-প্রোফাইল ইভেন্টে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। পরেছিলেন পিঙ্ক শর্ট ড্রেস। তামান্নার গোলাপি পোশাক নজর কেড়েছে সবার।
বলিউড হাঙ্গামা বলছে, করণের জন্মদিনের পার্টিতে পরা তামান্না ভাটিয়ার ওই স্বল্পবসনার দাম দুই লাখ ২৭ হাজার ৮৩০ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৫৫ হাজার টাকার বেশি।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, তামান্না ভাটিয়াকে আগামীতে দেখা যাবে অনিল রবিপুরির কমেডি ফ্লিক ‘এফ৩ : ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ সিনেমায়। এ ছাড়া নাগাশেখরের রোমান্টিক ড্রামা ‘গুরথুন্ড সিথাকালাম’, ‘বোল চুড়িয়া’, ‘ভোলা শঙ্কর’, চোর নিকাল সে ভাগা’ ও ‘ইয়ে এন্ড্রু কাধাল এনবেন’ সিনেমায় দেখা যাবে তামান্নাকে।