তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে কী বললেন বিজয় ভার্মা?
বেশ কয়েক মাস ধরেই একে অপরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা। দুজনের সম্পর্ক এখন গড়াতে যাচ্ছে বিয়ের পিঁড়ি পর্যন্ত। সম্প্রতি এমনটাই শোনা যাচ্ছে। এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন বিজয় ভার্মা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি কখন বিয়ে করবেন। উত্তরে বিজয় রসিকতা করে প্রথমে বলেন, ‘প্রথমত কোনো নারী চান না আমি বিয়ে করি। আর এই জবাব আমি আমার মাকেও দিব না, অন্য কাউকেও দিব না।’
বিজয় জানান, তিনি তার জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন। সবচেয়ে কঠিন সময় গিয়েছে ২০১৩ সালে ‘মনসুন শুটআউট’ মুক্তির সময়। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পরে তিনি আশা করেছিলেন তার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে। কিন্তু তা হয়নি। ছোট ছোট চরিত্র ছাড়া অন্য কাজ পাননি।
অভিনেতা আরও জানান, তিনি এক সময় পঙ্কজ ত্রিপাঠিকে অনুকরণ করতেন। সঠিক কণ্ঠ এবং উচ্চারণ ঠিক করার জন্য তার অসংখ্য ভিডিও দেখেছেন। শুধু তাই নয়, জীবনের কঠিন সময়ে তিনি নাসিরউদ্দিন শাহ-এর একটা কথা মনে করতেন- ‘একজন অভিনেতার কখনও প্ল্যান বি থাকা উচিত নয়।’
‘লাস্ট স্টোরিজ-২’ বিজয় ভার্মার সঙ্গে কাজ করেছেন অভিনেতা তামান্না ভাটিয়া। তবে শুধু রিল নয়, রিয়েল লাইফেও বিজয় ভার্মার সঙ্গেই প্রেম করছেন তামান্না।
বিজয়কে সম্প্রতি সুজয় ঘোষের নেটফ্লিক্স ইন্ডিয়ার মূল চলচ্চিত্র ‘জানে জান’-এ। পরবর্তীতে, তাকে দেখা যাবে ‘সুরিয়া ৪৩’-তে। ছবিতে আরও আছেন দুলকার সালমান ও নাজরিয়া ফাহাদ।
প্রসঙ্গত, ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তামান্না ও বিজয়। বেশ কয়েক মাস ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। প্রথমদিকে এ বিষয়ে মুখ কুলুপ আঁটলেও সম্প্রতি তাঁরা দুজনেই সম্পর্কের কথা প্রকাশ্যেই খোলসা করেছেন।