করোনাভাইরাস আতঙ্কে সিনেমা হল বন্ধ
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে এবার সারা দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে মিয়া আলাউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করছে সবাই। আমার ব্যক্তিগত মতামত হলো, এ সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। জনসমাগম যেখানেই হবে, সেটিই বন্ধ করা উচিত। এরই মধ্যে স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। যে কারণে আমরা সিনেমা হল বন্ধ ঘোষণা করছি। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে।’
এরই মধ্যে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মুক্তির দিনক্ষণ পিছিয়েছে। বন্ধ হয়েছে বেশ কিছু সিনেমার শুটিং। দেশে করোনাভাইরাস আক্রান্ত আটজন শনাক্ত হওয়ার পর দর্শক-সমাগম কমেছে সিনেমা হলগুলোতে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত সারা দেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্যমতে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার ৫৮৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছয় হাজার ৫১২ জনের প্রাণ কেড়েছে করোনা। এ ছাড়া ৭৭ হাজার ৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।