করোনাভাইরাস : ইবাদত ও রমজানের শক্তি
চলছে রহমত, মাগফিরাত ও মুক্তি লাভের মাস রমজান। ইবাদত করে ও পানাহার থেকে বিরত থেকে ইফতারিতে সুস্বাদু খাদ্য গ্রহণ করে থাকে মুসুল্লিরা। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার যেন অনেক কিছুতেই ভিন্নতা লক্ষ করা যাচ্ছে। লকডাউন চলতে থাকায় নামাজ আদায়ের জন্য জনসাধারণ মসজিদে যেতে পারছে না, এমনকি পরিচিতজন ও প্রিয়জনের সঙ্গে দেখাও করতে পারছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারকারাও তাঁদের ভক্ত-অনুরাগীকে ঘরে থেকে প্রার্থনা করতে অনুরোধ জানাচ্ছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অন্যান্য তারকার মতো ভারতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’খ্যাত হিনা খান বাড়িতে থেকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন ভক্তদের। ইফতারের পরে তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘চলুন, আক্রান্তদের জন্য ও নিরাপত্তা, সুরক্ষার জন্য প্রার্থনা করি।’
অন্যদিকে টেলিভিশন অভিনেত্রী রক্ষনধা খান জানান, রমজানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইবাদত। তিনি বলেন, ‘হাতে সময় থাকলে, এটি করাই কি ভালো নয়? আমরা এখন সর্বশক্তিমানকে স্মরণ করতে সময় দিতে পারি। আমার কাছে ইফতারের সঙ্গে বরাবরই পরিবার জড়িয়ে আছে। বাসায় থেকে রান্নাঘরে আমার পছন্দের সব খাবার রান্না করা ও মায়ের সঙ্গে ইফতার করতে পেরে আমি খুব খুশি। এই এক মাসে তিনি আমাকে প্রতিদিন কাছে পান। তবে এ বছর যাঁরা কঠিন সময় পার করছেন, তাঁদের কাছে আমাদের যাওয়া দরকার এবং তাঁদের টেবিলে যাতে খাদ্য থাকে, তা নিশ্চিত করা দরকার।’
অভিনেতা ইকবাল খান পবিত্র মাহে রমজানে ইসলামের সব বিধিবিধান মেনে চলেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত এ সময়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া তিনি সমর্থন করছেন না।
‘আমাদের সবারই একই নিয়ম অনুসরণ করা উচিত। আমার জন্য এই রমজান বরাবরের মতোই। তবে আমি মসজিদে তারাবিহর নামাজ মিস করব। এই দুর্যোগে সেখানে যাওয়া সম্ভব নয়। অন্য সময়ে যাঁরা রোজার ক্ষেত্রে কাজের অজুহাত দিতেন, এবার তাঁদের সবারই রোজা রাখার সুযোগ রয়েছে এবং সম্ভব হলে তাঁদের রাখা উচিত,’ বলেন ইকবাল।