করোনা আতঙ্কে নতুন সিনেমা মুক্তি অনিশ্চিত
করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে নতুন চলচ্চিত্র মুক্তি। বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে সিনেমা হলে। যে কারণে নতুন সিনেমা মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে প্রযোজকরা, এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম।
‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি আগামী শুক্রবার ১৩ মার্চ মুক্তির জন্য নিবন্ধিত ছিল। তবে ছবিটি মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার মুক্তি বাতিল করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন তিনি।
সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেন নির্মাতা এফ আই মানিক। সেন্সর বোর্ডের অনুমতি পেলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না সহসা, এমনটি জানিয়েছেন ছবির পরিচালক।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে এনটিভি অনলাইনকে এফ আই মানিক বলেন, ‘করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে তা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত আমরাও। সবার উচিত জনসমাগম যেখানে বেশি, সেসব জায়গা এড়িয়ে চলা। আমরা জানি, এতে সিনেমা হলেও প্রভাব পড়বে। তবে কিছু করার নেই। মানুষই যদি না বাঁচে, তবে কারা সিনেমা দেখবে।’
আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। এ ছাড়া এই চলচ্চিত্র দিয়ে বিরতি কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন অপু বিশ্বাস। তবে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে ছবির মুক্তি পেছাবে বলে জানিয়েছেন পরিচালক।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুদিন ধরে আমাদের দেশে করোনা আতঙ্ক তৈরি হয়েছে। সিনেমা হলেও এর প্রভাব পড়েছে। তবে দেশে তিনজন ভাইরাসে আতঙ্ক হলেও এর বেশি কোনো খবর পাওয়া যায়নি। অথচ অন্য দেশগুলোতে রাস্তাঘাটসহ সব বন্ধ হয়ে গেছে। আমরা ছবিটি ২০ মার্চই মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছি। সিনেমা হলগুলোতে ছবির ট্রেইলার প্রচার হচ্ছে। যদি করোনা মহামারি আকার ধারণ না করে, অবস্থা যদি স্বাভাবিক থাকে, তবে ছবিটি মুক্তি পাবে। অন্যথায় মুক্তি অনিশ্চিত।’
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘আসলে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। গতকাল থেকে সিনেমা হলে দর্শকও কমেছে। যে কারণে সিনেমা হলে নতুন ছবি মুক্তির বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে ছবি মুক্তির জন্য যারা নিবন্ধন করেছিল, তারা মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। অনেকেই আমাদের কাছে আবেদন করছেন মুক্তি পেছানোর জন্য। ঈদের আগে কোনো ছবি মুক্তি পাবে কি না, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
শামসুল আলম আরো বলেন, ‘সবার আগে মানুষের জীবন। মানুষ যদি না থাকে, তবে তো কিছুই থাকবে না। তবে আমি মনে করি—আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। আমাদের জানা দরকার আসল পরিস্থিতি কী, এমন অবস্থায় আমাদের কী করা উচিত। যেহেতু রোগটি ছোঁয়াচে, তাই জনসমাগমস্থল এড়িয়ে চলা প্রয়োজন। আর সিনেমা হল হলো জনসমাগমস্থল।’
শামসুল আলম বলেন, ‘তবে কোনো প্রযোজক যদি সিনেমা মুক্তি দিতে চায়, তবে আমাদের কোনো বাধা নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রোগটি যদি বড় আকারে ছড়িয়ে পড়ে, তবে বিষয়টি নিয়ে আমরা অফিশিয়াল সিদ্ধান্ত নেব। সিনেমা হল মালিকরাও বিষয়টি পর্যবেক্ষণ করছে।’
‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। এটি তাঁর প্রথম সিনেমা। তাঁর বিপরীতে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইন করেছেন উজ্জ্বল নিজেই।
ছবিতে শার্লিন-বর্ষণ ছাড়া আরো রয়েছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ। এর আগে প্রথমে ২৮ ফেব্রুয়ারি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সেটি পিছিয়ে ১৩ মার্চ করা হয়। এ তারিখেও করোনা আতঙ্কে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
‘সৌভাগ্য’ মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন—কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।
দীর্ঘ ১৯ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমায় বাপ্পী-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বড়দা মিঠু প্রমুখ।