করোনা নিয়ে ‘এপ্রিল ফুল’, ক্ষমা চাইলেন রাম গোপাল
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া না-হওয়া নিয়ে বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা। প্রথমে নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দাবি করলেও মুহূর্তেই অবস্থান পাল্টে ফেলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গত বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত দাবি করে পোস্ট করেন রাম গোপাল। ‘আমার চিকিৎসক আমাকে এইমাত্র জানালেন, করোনাভাইরাস পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে,’ লেখেন তিনি। বিখ্যাত পরিচালকের এই বার্তায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে।
অবশ্য কিছুক্ষণ পরেই ভোল পাল্টান তিনি। টুইটারে অপর এক বার্তায় তিনি আগের পোস্টকে চিকিৎসকের ‘এপ্রিল ফুল কৌতুক’ হিসেবে উল্লেখ করেন। লেখেন, ‘আপনাদের হতাশ করায় আমি দুঃখিত। কিন্তু তিনি (চিকিৎসক) আমাকে এখন জানালেন, সেটি এপ্রিল ফুল কৌতুক ছিল। এটি তাঁর দোষ, আমার নয়।’
এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে হাসানোর চেষ্টা করেছেন বলেও জানান গোপাল। তবে এতে কেউ আঘাতপ্রাপ্ত হলে ক্ষমা চেয়েছেন তিনি। এর আগে করোনাভাইরাস নিয়ে নির্মিত একটি গানও টুইটারে শেয়ার করেন তিনি।
‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘ডরনা মানা হ্যায়’, ‘সরকার’ ও ‘কোম্পানি’ সিনেমার জন্য বিখ্যাত রাম গোপাল ভার্মা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।