কাকে বিয়ে করছেন পরিণীতি চোপড়া?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/21/parineti_pinterest.jpg)
বলিউড নায়কা পরিণীতি চোপড়া এবার গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সাথে অনেক দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা গিয়েছে, এই বছরের অক্টোবর মাসে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সম্প্রতি এই নায়িকাকে ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে। মনীশ সর্বশেষ কিয়ারা আদভানির বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন।
ইন্ডিয়া টুডে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘বিয়ের আগে যে সব আনুষ্ঠানিকতা থাকে তা শেষ হয়ে গিয়েছে। পরিণীতি এবং রাঘবের চলতি বছরের অক্টোবরের শেষের দিকে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে’। এই প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে যে, পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া ঠিক একই সময়ে ভারতে থাকবেন। তিনি ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য দেশে থাকবেন বলে জানা গিয়েছে।
পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল সুরাজ বরজাতিয়ার ‘উচাই’ ছবিতে। খুব শীঘ্রই তাকে চামকিলা এবং ক্যাপসুল গিল ছবিতে দেখা যাবে ।
সূত্র- হিন্দুস্তান টাইমস