বড়দিনে কোথায় গেলেন রাঘব-পরিণীতি?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/25/parineeti_chopra.jpg)
বিয়ের পর প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার। অথচ এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। এই তিন মাস নিজের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘব ব্যস্ত ছিলেন নিজের কর্মক্ষেত্রে। তবে এবার বিয়ের পর দম্পতি হিসেবে প্রথম বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? তাহলে কী বড়দিনে বেড়িয়ে পড়েছেন মধুচন্দ্রিমায়?
দেশ নয় এই ক’দিন তাঁরা কাটাবেন লন্ডনে। এদিকে লন্ডনের রাস্তায় স্বামীকে জড়িয়ে ছবি দিয়ে পরিণীতি লেখেন, ‘আমার সারাজীবনের সান্তা।’
আসলে লন্ডনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রাঘব-পরিণীতির। তাঁদের আলাপ পর্বের শুরুটাই হয় সেখানে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রাঘব। তারপর উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পাশ করে ফেরেন তিনি। তার পরে রাজনীতিতে যোগ দেন।
পরিণীতি নিজেও বিলেতে পড়াশোনা করেছেন। তিনি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তনী। বিদেশে পড়াশোনার সময়েই কি দু’জনের বন্ধুত্বের সূত্রপাত। পরিণীতি ও রাঘবের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। শেষেমেশ চলতি বছর গাঁটছড়া বাঁধেন তাঁরা।