কাল দেশে ফিরছেন আব্দুল কাদের
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ক্যানসারে আক্রান্ত এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর।
আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আব্দুল কাদেরকে। এরপর বিমানবন্দর থেকে তাঁকে নেওয়া হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে। শনিবার দুপুর ১২টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
ক্যানসারে আক্রান্ত শ্বশুরের শারীরিক অবস্থা সম্পর্কে জেমি বলেছেন, ‘বাবার অবস্থা গতরাতের থেকে একটু ভালো। কারণ, সকালে আসাদুজ্জামান নূর আঙ্কেল, ফরিদুর রেজা সাগর আঙ্কেল, শাইখ সিরাজ আঙ্কেল, কনা আপুসহ অনেকেই ফোন দিয়েছিলেন। উনাদের সঙ্গে বাবা কথা বলেছেন, উনারা বাবাকে সাহস দিয়ে বলেছেন, দেশে ফিরলে উনি ঠিক হয়ে যাবেন। সেই থেকে বাবা একটু ভালো।’
চিকিৎসকের বরাতে জাহিদা ইসলাম জেমি আরো বলেছেন, ‘এখানকার চিকিৎসকেরা বাবাকে আইসিইউতে নিতে চেয়েছিলেন। আমরা না করেছি। কারণ, আইসিইউতে নিলে তাঁকে দেশে নেওয়া যেত না। সম্প্রতি তাঁকে রক্ত দেওয়া হয়েছে, সেজন্য হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে আর শরীর দুর্বল থাকায় বাবাকে কেমো দেওয়া যাচ্ছে না। চিকিৎসকেরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে বলেছেন, দেখেন কী হয়। বাকিটা আল্লাহ ভরসা।’
এদিকে, আব্দুল কাদের জানতে চেয়েছেন তাঁকে কেন দেশে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। অভিনেতাকে বোঝানো হয়েছে, দেশে গেলে আরো ভালো চিকিৎসা দেওয়া যাবে। সাহস জোগানো হয়েছে এভাবে, সেখানে তাঁর পরিচিত সবাই থাকবেন।
কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।