ক্ষুধার্ত প্রাণীর পাশে দাঁড়ানোয় জয়া ও নায়লাকে ধন্যবাদ সানীর
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। বন্ধ হয়েছে দূরপাল্লার গণপরিবহন। ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা। বন্ধ রয়েছে সাধারণ দোকান, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না কেউ। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এ অবস্থায় প্রাণীদের অবস্থা হচ্ছে আরো শোচনীয়। এ সময়ে ক্ষুধার্ত প্রাণীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন নায়ক ওমর সানী।
গত শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে প্রাণীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন সানী। তিনি লেখেন, ‘আপনার আশপাশে থাকা প্রাণীগুলোকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিন। ওরা খুব ক্ষুধার্ত। দোকানপাট বন্ধ, তাই ওরা অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় আছে। এবং একটি কথা বলি সাথে সাথে নিজেরা বাঁচি, আমরা অন্য মানুষের দিকে খেয়াল রাখি, আর আমাদের বাঁচানোর মালিক আল্লাহ।’
সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং দেশের আলোচিত মডেল নায়লা নাঈম এসব ক্ষুধার্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সানী।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে সানী বলেন, ‘আমি যেটা ভালো মনে হয়, সেটা করি। অন্য মানুষকেও সে ভালো কাজটি করার পরামর্শ দিই। সম্প্রতি আমি জয়া আহসান ও নায়লা নাঈমকে দেখেছি ক্ষুধার্ত প্রাণীদের পাশে দাঁড়াতে। হয়তো আরো অনেকেই দাঁড়াচ্ছেন। অনেক ভালো লাগল বিষয়টি। আমি মন থেকে তাঁদের জন্য দোয়া করি, তাঁদের ধন্যবাদ জানাই।’
সানী আরো বলেন, ‘যে যাই করেন, আগে নিজের সুরক্ষা। কারণ আপনি আক্রান্ত হলে ঝুঁকিতে পড়বে আপনার পাশের মানুষটিও। ছড়িয়ে পড়বে অনেকের মাঝে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সব নিয়ম মানতে হবে।’